| বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট | 43 বার পঠিত
আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ’নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়েছে সে-ই নির্বাচিত হয়েছে। ফলে আওয়ামী লীগ সরকার নির্বাচনের ক্ষেত্রে একটি উচ্চ মানদণ্ড স্থাপন করতে পেরেছে। আগামী সংসদ নির্বাচনও অবাধ, ভীতিহীন, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইতোমধ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।’
বুধবার (১৪ জুন) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ-সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগদলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডে থাকলেও লিখিত প্রশ্নোত্তর সংসদে উত্থাপন করা হয়।
লিখিত জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’আওয়ামী লীগ কখনও ক্ষমতা দখল করতে আসেনি, বরং জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে এসেছে, যাতে জনগণ তাদের সরকার বেছে নিতে পারে। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটের ওপর বিশ্বাসী। জনগণ ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। বর্তমান সরকার জনগণের ক্ষমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ সব সময়ই দেশে ওয়েস্ট মিনস্টার স্টাইলের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে।’
প্রধানমন্ত্রী দেশি-বিদেশি পর্যবেক্ষককে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার আহ্বান জানিয়ে বলেন, ’যারাই পর্যবেক্ষক পাঠাতে চায় তারা পাঠাতে পারবে। আওয়ামী লীগ যখনোই সরকার গঠন করেছে, তখনোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আগামী সংসদ নির্বাচন স্বচ্ছ, অবাধ, ভীতিহীন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করতে বর্তমান সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’
জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ’দেশের জনগণ যাতে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে, সে লক্ষ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের স্বাধীন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সরকার সদা প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন তার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করে যাবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনে যা যা করার তার সবকিছু করবে।’
Posted ২:৫১ এএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।