| বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার এ তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী পাঁচদিনের মধ্যে এ তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে পরিচালক ( অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই তদন্ত কমিটির বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। এছাড়া তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত ও অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার পর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করেছে।
Posted ৬:২৯ এএম | বুধবার, ০৮ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।