শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

  |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   58 বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩৬ মেধাবী শিক্ষার্থী পেয়েছেন ‘ডিনস অ্যাওয়ার্ড’। ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএধারীদের দেওয়া হয়েছে এ পুরস্কার। এ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান ছিলেন সভাপ্রধান। ‘ডিনস অ্যাওয়ার্ড’ বক্তা ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক চাহিদা পূরণে শিক্ষার্থীদের কাজ করতে হবে।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- অর্থনীতি বিভাগের শেখ আতিয়া ইসলাম, মোছা. কানিজা মুহসিনা ও পাপড়ি দাস; রাষ্ট্রবিজ্ঞানের মো. এরশাদুল হক, তাসফিয়া তাজিন, আরেফিন রহমান আলিফ, ফারিহা তাবাসসুম ও মো. জামিলুর রহমান; আন্তর্জাতিক সম্পর্কের মো. তানভির হাবিব ও মানসুরা এমদাদ; সমাজবিজ্ঞানের কামরুন নাহার কলি ও খাদিজা খাতুন; গণযোগাযোগ ও সাংবাদিকতার ইশরাক সাব্বির নির্ঝর এবং লোকপ্রশাসন বিভাগের মো. রবিউল ইসলাম, আফসানা আলম, মারুফ হাসান রুমি, নিশাত তাবাসসুম ও সুক্তি বালা। আরও রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের মাহিমা ফেরদৌসি মিথিলা; পপুলেশন সায়েন্সেসের সাদিয়া আফরিন ও আবদুল্লাহ আল মামুন; শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের নাসরিন জেবিন, মাহাবুবা ইসলাম মিম ও ইতু আহমেদ; উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের নওশিন তাবাসসুম, রিফাতুর রহিম ও লিয়া তেরেসা কস্তা; ডেভেলপমেন্ট স্টাডিজের মো. আজিজুর রহমান খান, ফারিহা খান ও সুমাইয়া তাসনিম; টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজের সাইয়ে্যদ শাহজাদা আল কারীম, উপেন্দ্রনাথ রায়; ক্রিমিনোলজির সুমাইয়া ইকবাল, নওশিন শরমিলা রিতু, নুরেন দুরদানা এবং কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের

Facebook Comments Box

Posted ২:২৮ পিএম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।