বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভিয়েনায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ফোরাম নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

ভিয়েনায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ফোরাম নেতাদের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে নবনিযুক্ত রাষ্ট্রদূত তৌফিক হাসানের সঙ্গে অস্ট্রিয়া-বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোস্যাল ফোরামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ফোরামের সহসভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন।

দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তাদেরকে সংগঠনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম এবং বাংলাদেশী কমিউনিটির অগ্রগতি ও উন্নয়নে সংগঠনের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরা হয়।

সংগঠনের পক্ষ থেকে কনসুলার সেবা সহজীকরণ, ভিয়েনাস্থ মিশনের অধীনে থাকা ক্রোয়েশিয়া, হাংগেরী ও স্লোভেনিয়ার বাংলাদেশী লোকদেরকে ননস্টপ সার্ভিস, মাতৃভাষা বাংলা শিক্ষার ব্যবস্থা, ভিয়েনায় আসা বাংলাদেশী ছাত্রদের ক্যারিয়ার গঠনে সহযোগিতা, প্রবাসীদের ভোট ও দূতাবাসের কার্যক্রমে আরো বেশি কমিউনিটিকে অংশগ্রহণ করাসহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

রাষ দূতের পক্ষ থেকে কমিউনিটির কল্যাণে ও বর্তমান সরকারের ঘোষিত রূপরেখার আলোকে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।

সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং শেষে রাস্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তাদেরকে উপহার হিসেবে সিরাত বিষয়ক বই উপহার দেয়া হয়।

শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার ও প্রথম সচিব মুহাম্মদ জিয়াদুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া-বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের মহিউদ্দিন মাসুম, জসীম উদ্দিন মোড়ল, খায়রুল ইসলাম, লুৎফর রহমান, আতাউল ইসলাম চৌধুরী ও ফরিদ উদ্দীন আহমেদ টিপু প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৪৪ এএম | বুধবার, ১৯ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(174 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।