নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 192 বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন এদেশের মানুষের অধিকার আদায়ে আলেম সমাজ সবসময় সামনের সারি থেকে ভূমিকা রেখেছে। আগামী দিনে কুরআনের শাসন কায়েম আন্দোলনে নেতৃত্বের আসন থেকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চলের উলামা বিভাগের উদ্যোগে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা বড়ই নির্যাতিত। বিশ্বের মুসলিম শাসকদেরকে নিপীড়িত মুসলমানদের পাশে দাড়াতে হবে।
তিনি বলেন, কুরআন নাজিলের মাস মাহে রমজানে ঘরে ঘরে আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্যের দাওয়াত পৌছে দিতে আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য।
অঞ্চল উলামা বিভাগের পরিচালক ড. মাওলানা আ. কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আ ন ম মাঈনুদ্দীন সিরাজী, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আ ন ম রশিদ আহমেদ মাদানি, উপস্থিত ছিলেন মহানগরী উলামা বিভাগের সহ-সভাপতি আতিকুর রহমান নোমানী,শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন প্রমুখ।
Posted ২:৪৯ পিএম | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।