শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দুষ্কৃতকারীরা স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মা: আমিনুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত

দুষ্কৃতকারীরা স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মা: আমিনুল

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু নব্য বিএনপি গজিয়েছে। এরা হচ্ছে আওয়ামী প্রেতাত্মা। এই প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় দোকানপাট, মার্কেটে গিয়ে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করার চেষ্টা করছে। এই দুষ্কৃতকারীরা বিএনপির কেউ নয়। তাদেরকে দমন করতে হবে।’

রোববার ‘গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের’ দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তুরাগ থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় মসজিদের সামনে জমজম টাওয়ারের সামনে দিয়ে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ সবার উদ্দেশে আমিনুল হক বলেন, এখন থেকে আপনারা আর কাউকে চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা চায়, কোনো দখলদারি করার চেষ্টা করে আপনারা সবাই ওই দুষ্কৃতকারীকে পুলিশে বা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো জুলুম-নিপীড়ন-নির্যাতন ও হত্যা দেখতে চাই না। দেশের ছাত্র-জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যে রক্তের প্রবাহ দেখেছি, সেই রক্ত আর দেখতে চাই না। স্বৈরাচার সরকার যেভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে, আমরা বাংলাদেশে আর এই পরিবেশ দেখতে চাই না। বাংলাদেশের মানবাধিকার আর যেন কখনও লুণ্ঠিত না হয় এ বিষয়ে দলীয় নেতাকর্মীসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আমিনুল হক।’

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আখতার হোসেন, হাজী মোস্তফা জামান, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, আফাজ উদ্দীন আফাজ, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, চান মিয়া, আলী আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, মহিউদ্দিন তারেক, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৫:১৭ পিএম | রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।