নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 106 বার পঠিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অবস্থান নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে নাটোরজুড়ে। কেউ বলছেন, পলক দেশেই আছেন। আবার কেউ বলছেন পলক সপরিবারে বিদেশে পাড়ি দিয়েছেন।
এ বিষয়ে জানতে প্রতিমন্ত্রী পলকের দুই এপিএস রুহুল আমিন ও রাকিবের মোবাইলে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, তারা জানতে পেরেছেন, শনিবার সকাল ৮টার দিকে পলক সপরিবারে দেশের বাইরে চলে গেছেন।
তবে পলকের খুব কাছের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি দেশেই নিরাপদে আছি।’
Posted ৭:১৯ এএম | মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।