নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ করছেন। শনিবার (৩ আগস্ট) সাড়ে ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।
এর আগে দুপুর পৌনে ১২টায় বনশ্রী আইডিয়াল স্কুল থেকে বিক্ষোভ শুরু হয়। পরে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল আইডিয়ালের শত শত শিক্ষার্থীও এতে যোগ দেন।
পরবর্তীতে রামপুরা সড়ক দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় হয়ে তারা ইস্ট ওয়েস্টের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) রাতে এ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
Posted ৮:১৯ এএম | শনিবার, ০৩ অগাস্ট ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।