নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত
যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলী হোসেন খোকন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হুদাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আলী হোসেন উপজেলার পৌর এলাকার হুদাপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে আলী হোসেনের সঙ্গে একই এলাকার হারুন অর রশিদের ছেলে আশরাফ হোসেনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে মসজিদ সংলগ্ন জালাল উদ্দিনের বাড়ির সামনে খোকনকে ছুরিরকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।’
Posted ৫:৪৮ পিএম | শনিবার, ২৭ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।