শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মোংলা বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের সব সূচকে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত

মোংলা বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের সব সূচকে ঊর্ধ্বগতি

জাহাজ আগমন, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি, কার্গো হ্যান্ডলিং, সব সূচকেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা সমুদ্রবন্দর। ফলে এ বন্দরের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়। একইসঙ্গে বন্দরকে ঘিরে বাস্তবায়ন হচ্ছে নানা মেগা প্রকল্প, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দরে ৮৪৬টি জাহাজ এসেছে। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে ৮২৭টি জাহাজ এসেছিল। গত অর্থবছরে আগের অর্থ বছরের চেয়ে ১৯টি জাহাজ বেশি আসে। যা লাখ মাত্রার চেয়ে ৬টি জাহাজ বেশি আসে। ২০২২-২০২৩ অর্থবছরের মোট গাড়ি আমদানি হয়েছিল ১৩৫৭৬টি, অন্যদিকে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৫৩৪০টি গাড়ি আমদানি হয়েছে। অর্থাৎ গত অর্থ বছরে আগের বছরের তুলনায় ১৭৬৪টি গাড়ি বেশি আমদানি হয়েছে। গত ১০ বছরে এ বন্দর দিয়ে আমদানি হয় এক কোটি সাত লাখ ৮৫ হাজার ৯৮০টি। ২০২৩-২৪ অর্থবছরে ১০৮.৬৮ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে ৯৯.০৫ লাখ টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে মোট ৩১০৪৪ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৬৫৮৩ টিইইউজ।

আমদানি-রপ্তানির মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে মোট ৩১৯ কোটি টাকা রাজস্ব আদায় করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩০২ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের তুলনায় অর্থবছরের অর্জিত রাজস্ব আয় ২৮.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে মোংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ বন্দরে জাহাজ আগমন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়েছে। শুধু জাহাজ আগমন নয়, সব সূচকেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা বন্দর। বর্তমানে এ বন্দরে সক্ষমতা বাড়াতে ‘এলসি’ প্রকল্পের আওতায় অনেক মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিছু প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি জানান, প্রতিনিয়ত বাড়ছে মোংলা বন্দরের সক্ষমতা। আগামীতে দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে মোংলা সমুদ্রবন্দর। একইসঙ্গে এ বন্দরকে ঘিরে সরকারি, আধা সরকারি ও বেসরকারিভাবে নতুন নতুন শিল্পকারখানা তৈরি হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মাকরুজ্জামান মুন্সি বলেন, পদ্মা সেতুর কল্যাণে রাজধানীর সব থেকে কাছের বন্দর হওয়ায়,মোংলা ব্যবহার করে পোশাকশিল্পের বিভিন্ন পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। মোংলা বন্দরের সাথে রেল সংযোগ স্থাপন করায় পণ্য আমদানি-রপ্তানিতে নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হয়ে উঠেছেন। এর ফলে এই মোংলা বন্দর দিয়ে এখন পণ্য আমদানি-রপ্তানি বেড়ে চলেছে। পণ্যগুলোকে নিরাপদ ও নির্বিঘ্নে আমদানি-রপ্তানি করার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সার্বিক দিক দিয়ে প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৫ এএম | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।