নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 25 বার পঠিত
রাজধানীর ধানমন্ডিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মো. ফারহানুল ইসলাম ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ) নিহত হয়েছেন। তার বয়স ১৮ বছর।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়ক এলাকায় তার মৃত্যু হয়। বর্তমানে ফারহানের লাশ লালমাটিয়া সিটি হাসপাতালে রাখা হয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ্রগ্রহণের কথা ছিল তার।
এর আগে বেলা ১১টা থেকে রাপা প্লাজার পাশের মোড় থেকে সংঘর্ষ শুরু হয়।
সন্তানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে এক পোস্টে ফারাজের মা নাজিয়া খান জানিয়েছেন, ‘তারা আমার শিশুকে হত্যা করেছে। এমনকি তার বয়স ১৮ বছরও ছিল না। আমি ফারহান ফাইয়াজ এর হত্যার বিচার চাই।’
Posted ১:২২ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।