রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নির্মাতা উজ্জ্বল গাইলেন ‘সময় খারাপ’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   21 বার পঠিত

নির্মাতা উজ্জ্বল গাইলেন ‘সময় খারাপ’

বাংলাদেশের সময়টা সত্যিই খারাপ যাচ্ছে। কোটা সংস্কারের দাবিতে উত্তাল ছাত্রসমাজ। স্লোগান আর গুলির শব্দে প্রকম্পিত ক্যাম্পাসে ক্যাম্পাস। ক্যামেরা নয়, এমন সময়ে গিটার হাতে তুলে নিলেন দেশের অন্যতম নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। গাইলেন গান, দাঁড়ালেন আন্দোলনের পাশে। নাম তার ‘সময় খারাপ’।

১৭ জুলাই গানটি প্রকাশ করলেন অন্তর্জালে। জানালেন, এই অসময়ে নির্মাতা হয়েও নিজের অতীত সংগীত পরিচয়ে ফের আবির্ভূত হওয়ার কারণ।

গানে গানে ছাত্রদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে উজ্জ্বল জানান, ‘সময় খারাপ’ গানটি মূলত লিখে, সুর করে কণ্ঠে তুলেছিলেন এখন থেকে প্রায় ২৪ বছর আগে। যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গানটি সে সময় কণ্ঠে তোলার কারণ, বিএনপি-জামাত জোট সরকারের আমলে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে। 

সেই গানটিই এবার নতুন করে কণ্ঠে তুলে রেকর্ড করলেন নির্মাতা।

বললেন, ‘২৩-২৪ বছর আগে ক্যাম্পাসে এই গানটা গাইতাম, প্রতিবাদের ভাষা হিসেবে। এত বছরে কখনও এই গানটা রেকর্ড করা হয়নি। খুব ভালো হত গানটা এই সময়ে আর প্রাসঙ্গিক না হলে। আফসোস সেই একই গান আজও আমাকে গাইতে হলো!’

উজ্জ্বল জানান, গানটির আরও একটি অন্তরা রয়েছে। পরিপূর্ণ সংগীতায়োজনে ভবিষ্যতে সম্পূর্ণ গানটি রেকর্ড করবেন তিনি। গানটির কথা, সুর ও কণ্ঠ নির্মাতা নিজেরই। 

বলা দরকার, এই নির্মাতা সর্বশেষ প্রশংসিত হন তার প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ দিয়ে। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন জীবনানন্দ দাশ অবলম্বনে একটি সিনেমা নির্মাণে। 

Facebook Comments Box

Posted ১:১৪ পিএম | বুধবার, ১৭ জুলাই ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।