নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত
বরাবরই অভিযোগ ওঠে, শীর্ষ তারকারা দেশের ক্রান্তিলগ্নে অবাক নীরবতা পালন করেন। এমন অভিযোগের আগুনে ছাই মেরেছেন খোদ শাকিব প্রাক্তন অপু বিশ্বাস। ১৬ জুলাই রক্তাক্ত সময়ে খানের একটি ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, ‘অভিনন্দন বাবুর বাবা’! অপুর এমন পোস্টের বিপরীতে আগুন ঝরেছে সোশ্যাল হ্যান্ডেলে।
সেই আগুনে এবার পানি ঢেলে দিলেন বুদ্ধিমান শাকিব খান। সরাসরি প্রকাশ করলেন দেশে চলমান অস্থিরতা নিয়ে নিজের প্রতিক্রিয়া। স্পষ্ট ভাষায় ঢালিউড প্রধান বলে দিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না।
১৭ জুলাই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান কালো ব্যানার দিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। আরও বলেছেন, ‘কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।
শাকিব খানের এমন প্রতিক্রিয়ায় স্বস্তি প্রকাশ করছেন তার ভক্তরা। মুহূর্তেই ভাইরাল এই পোস্ট। ২০ মিনিটে পড়েছে ৫ হাজারের বেশি মন্তব্য। শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি।
বলা দরকার, টানা তিন ছবি মেগাহিট দিয়ে ঢালিউড রাজার আসনটা স্থায়ীভাবে পোক্ত করেছেন শাকিব খান। সামনেই মুক্তি পাচ্ছে আলোচিত ছবি ‘দরদ’।
Posted ১০:১৯ এএম | বুধবার, ১৭ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।