শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিমানবন্দর সড়কে আজ যানজট বাড়তে পারে, এড়াতে যে পরামর্শ দিল ডিএমটিসিএল

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   27 বার পঠিত

বিমানবন্দর সড়কে আজ যানজট বাড়তে পারে, এড়াতে যে পরামর্শ দিল ডিএমটিসিএল

ঢাকার বিমানবন্দর সড়কে আজ সোমবার রাত থেকে যানজট বাড়তে পারে। তাই এই রাস্তার যাত্রীদের হাতে সময় নিয়ে বেরোতে ও প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এ কথা জানিয়েছে।

আজ রাত ১০টায় বিমানবন্দর, বিমানবন্দরের টার্মিনাল-৩ ও খিলক্ষেত এলাকায় প্রস্তাবিত স্টেশনগুলোর এলাকা থেকে পরিষেবা লাইন বিশেষ ব্যবস্থায় সরানোর কাজ শুরু করবে ডিএমটিসিএল। কাজ চলাকালে এসব এলাকা ও বিমানবন্দর সড়কে যানজট বাড়তে পারে।

এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেলপথ। ৩১ দশমিক ২৪ কিলোমিটার এই রেলপথের ২টি অংশ থাকবে। এর মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (এয়ারপোর্ট রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশটি হবে ভূগর্ভস্থ। আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত (পূর্বাচল রুট) ১১ দশমিক ৩৬ কিলোমিটার হবে উড়াল রেলপথ।

Facebook Comments Box

Posted ১২:২৫ পিএম | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।