| বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
মেট্রেরেলের আরও দুটি স্টেশন খুলে দেওয়া হয়েছে আজ। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বিজয় সরণি স্টেশন থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে ওঠা-নামা করতে পারবেন।
এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট ১৬ স্টেশনের ১৪টি চালু হলো। বাকি কাওরান বাজার ও শাহবাগ স্টেশনও পর্যায়ক্রমে খুলে দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
সকাল সাতটা ৩০ মিনিটে উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেনটি বিজয় সরণি স্টেশনে থামে। আর মতিঝিল থেকে ছেড়ে আসা ট্রেন ৭টা ৪০ মিনিটে এসে থামে এই স্টেশনে।
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশেরও উদ্বোধন করেন তিনি।
Posted ৬:২৩ এএম | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।