| রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
নির্দলীয় সরকারের দাবিতে আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্য দিয়ে এগারো দফার অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।
এছাড়া এ কর্মসূচি সফল করতে দেশবাসী, বিএনপিসহ বিরোধী দলের সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী যানবাহন এবং ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হলে এর প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়।
তার পর থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথে মোট অবরোধ এবং হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি।
Posted ১১:৫৫ এএম | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।