| সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
এ বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়েছিল।
দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় প্রেক্ষিতে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এখন সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা। সোমবার (২৭ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এ নিয়ে দেশের বাজারে টানা ষষ্ঠ দফায় স্বর্ণের দাম বাড়ল। এর আগে সর্বশেষ ১৯ নভেম্বর দেশে স্বর্ণের দাম বেড়েছিল।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ আট হাজার ১২৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বাড়ছে। হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৬৯১ টাকা বৃদ্ধি পেয়ে হবে এক লাখ তিন হাজার ২২৬ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮৮ হাজার ৪৭১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বেড়ে প্রতি ভরির নতুন দাম হবে ৭৩ হাজার ৭১৬ টাকা।
উল্লেখ্য, রবিবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণ এক লাখ এক হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৮৭ হাজার ১৩ ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৭২ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে।
Posted ২:২০ এএম | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।