শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন করবেন যেভাবে

  |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   18 বার পঠিত

এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন করবেন যেভাবে

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় কেউ কাঙ্ক্ষিত ফল না পেলে তা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। কাল শনিবার (২৯ জুলাই) থেকে শুরু হবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন। আবেদন করা যাবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।

এদিকে আজ বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আর সকাল সাড়ে ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। অনলাইনে মাধ্যমে ঘরে বসেই এ আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। পরে বোর্ড তার খাতা যাচাই–বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবে।

যেভাবে আবেদন করতে হবে

শুধু টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে RSC < Space > বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space > রোল নম্বর < Space > বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি পিন দেওয়া হবে। এতে সম্মত থাকলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে RSC < Space > Yes < Space> PIN < Space > Contact Number (যেকোনো অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। যেমন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রিপেইড মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC < Space > Dha < Space > Roll Number < Space) 101, 102, 107, 108। ফল পুনর্নিরীক্ষণে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৫৬ পিএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।