| বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার আগে মূল্যবান স্বর্ণালংকার ও টাকা-পয়সা আত্মীয়-স্বজনদের বাড়িতে রেখে যেতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।
আইজিপি বলেন, ‘ঈদের সময় ফাঁকা ঢাকায় রাত কিংবা দিন সব সময় পুলিশের কড়া নিরাপত্তা থাকবে। শুধু ঢাকাতেই নয় বড় বড় শহরগুলোসহ গ্রামেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনেকেই গ্রামের বাড়িতে যাওয়ার সময় ঢাকার বাসায় স্বর্ণালংকার, টাকা-পয়সা রেখে যান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মূল্যবান জিনিসপত্র রেখে একেবারে বাসা ফাঁকা রেখে যাওয়া উচিত না। যদি যেতে চান সেক্ষেত্রে টাকা-পয়সা ও গহনা নিকট আত্মীয়-স্বজনের কাছে রেখে যান অথবা সঙ্গে করে নিজে নিয়ে যান।’
একইসঙ্গে কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিজ নিজ ব্যবস্থাপনায় করে যাওয়ারও অনুরোধ জানান তিনি।
যাত্রীদের মূল্যবান সামগ্রী আত্মীয়দের বাসায় রেখে যাওয়া কোনো সমাধান নয়। নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে আইজিপি বলেন, ডিএমপিতে আমাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটুকু আমাদের আওতার মধ্যে যেমন মার্কেটের নিরাপত্তা, চাঁদ রাত পর্যন্ত ইফতার ও সেহেরির সময় নিরাপত্তার ব্যবস্থা, ঈদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাসহ সারা ঢাকা শহরের নিরাপত্তার ব্যবস্থা আমরা রেখেছি। আমাদের ৯৯৯ চালু থাকবে। যেকোনো সমস্যা হলে কল দিলে দ্রুততম সময়ের মধ্যে আমাদের টিম পৌঁছে যাবে। এছাড়া টাকা পয়সা পরিবহনে যদি আমাদের সহায়তা চান, তাহলে আমাদের টিম রয়েছে। সেখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন।
যাত্রীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘পথে সহযাত্রী কিংবা কারো দেওয়া কোনোকিছু খাবেন না। এতে করে আপনি অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির খপ্পরে পড়তে পারেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
’বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত থাকবে। ঈদযাত্রা যেন সবার জন্য নির্বিঘ্ন হয় সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমি আশা করি এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার সংখ্যা কমবে। চালক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন।’
Posted ১১:০৫ এএম | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।