| শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
সাংবাদিক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আবার কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তাকে একটি প্রিজনভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ’ শুক্রবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রাতে তিনি (শাসম) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সাধারণ সেলে বন্দি হিসেবে ছিলেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (শনিবার) সকালে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
প্রকাশিত এক সংবাদকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাসমকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার নেওয়া হয়েছিল কেরাণীগঞ্জের কারাগারে। সেখান থেকে শুক্রবার দুপুরে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। এর একদিন পরেই তাকে আগের কারাগারে পাঠানো হলো।
জানা গেছে, গত বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে সাভারের বাসা থেকে শামসুজ্জামান শামসকে তুলে নেয় সিআইডি।
পরে ওই প্রতিবেদনে ‘মিথ্যা ও জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে সেই রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় শামসের বিরুদ্ধে। পরে আরেকটি মামলা হয়, সেই মামলায় শামসের সঙ্গে প্রথম আলোর সম্পাদককেও আসামি করা হয়।
পরে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার শামসকে ঢাকার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
শামসকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আসছে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো। তাকে গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ অবিলম্বে স্থগিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার টুর্ক।
Posted ৮:৪৪ এএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।