মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু নভেম্বরের প্রথম সপ্তাহে

  |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   5 বার পঠিত

ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু নভেম্বরের প্রথম সপ্তাহে

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর। মাধ্যমিক পর্যায়ের স্কুল ও দাখিল মাদ্রাসাগুলোয় এ দুই শ্রেণির মূল্যায়ন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ দুই শ্রেণির মূল্যায়নের সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূচি তৈরি করেছে।

এনসিটিবি জানিয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে সব শ্রেণি কার্যক্রম ও মূল্যায়ন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি প্রণয়ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যমান কর্মদিবসের সঙ্গে শিখন কার্যক্রম সমন্বয় করে প্রয়োজনীয় গাইডলাইন ও মূল্যায়ন পরিকল্পনা ইতিমধ্যে অধিদপ্তরগুলোয় পাঠানো হয়েছে। মূল্যায়নের জন্য ৫ নভেম্বরের আগেই শ্রেণি কার্যক্রম শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলেছে এনসিটিবি।

Facebook Comments Box

Posted ১:৪৬ পিএম | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।