নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রাফিতি এঁকেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
রোববার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গ্রাফিতিসহ দেয়াল লিখন করতে দেখা যায়।
এ সময় শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্র কারো বাপের না’হামার বেটাক মারলু কেন? বিচার চাই, বিচার চাই’, ‘ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্র ভাষা, উর্দু থাকতো বুলি‘রক্ত দেখলে বাড়ছে সাহস’ এসব স্লোগান দেয়ালে লিখেন।
জুনায়েদ ইভান নামে এক শিক্ষার্থী বলেন, ‘শিল্পের মাধ্যমে মনের আক্রোশ প্রকাশ করছে শিক্ষিত মানুষ। বর্তমান সময়ে এই অন্যায়ের প্রতিবাদ আমরা এসব গ্রাফিতি ও দেয়াল লিখনে তুলে ধরছি।’
শাবিপ্রবির সমন্বয়ক ফয়সাল আহমেদ বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার, গুম ও আটক করা শিক্ষার্থীদের মুক্তি, হল ও ক্যাম্পাস খুলে দেয়া এবং দেশব্যাপী গণহত্যার প্রতিবাদে আমরা গ্রাফিতিসহ দেয়াল লিখন করছি।’
তিনি আরও বলেন, ‘এ হামলায় শহীদ, আহত, আটক ও নিখোঁজদের তথ্য সংগ্রহ করে চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি আইনি সহায়তা দিতে আমাদের স্পেশাল টিম কাজ করছে। শহীদদের রক্তের হিসাব না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।’
Posted ৯:১৮ এএম | সোমবার, ২৯ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।