শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) অসহযোগ আন্দোলন ঘিরেও বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ অবস্থায় আন্দোলনের মূল লক্ষ্য অর্জনে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহকালে সব ধরনের সহায়তার পাশাপাশি কোনো অপেশাদারি আচরণ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রাতে নিজস্ব অ্যাকাউন্ট থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ করছি যে, কিছু অতিউৎসাহী ব্যক্তি আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করছেন।

তাদের ওপর আক্রমণ করছেন। এই ঘটনার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। আমরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি।

আমাদের আন্দোলনের এক দফা বাস্তবায়ন করতে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে।

এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতা বজায় রাখতে তিনি আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান।

এদিকে অসহযোগ আন্দোলন ঘিরে দিনব্যাপী সহিংসতায় সারাদেশে পুলিশের ১৪ সদস্যসহ ৮৬ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | রবিবার, ০৪ অগাস্ট ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।