| শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
শব্দদূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে আগামী রোববার (১৫ অক্টোবর) দেশের সমস্ত স্কুল-কলেজে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। এদিন সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ কর্মসূচি পালন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে নেওয়া কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট শব্দহীন কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।
এর আগে, রোববার রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালনের কথা জানিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ওই সময় তিনি জানিয়েছিলেন, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
Posted ৬:৫২ এএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।