মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মেসি-সুয়ারেজের পুনর্মিলনীতে জয়হীন মায়ামি

খেলাধূলা ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   23 বার পঠিত

মেসি-সুয়ারেজের পুনর্মিলনীতে জয়হীন মায়ামি

২০২০ সালের আগস্টে সর্বশেষ একসঙ্গে মাঠে দেখা গিয়েছিল মেসি-সুয়ারেজকে। সাড়ে তিন বছর পর একই ড্রেসিংরুমে বার্সার এই দুই সতীর্থ। তবে এবার বার্সেলোনায় নয়, ইন্টার মায়ামির ড্রেসিংরুমে দুই বন্ধু। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে বছরের প্রথম ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামলেন তারা।

মায়ামির হয়ে এদিন মেসি-সুয়ারেজ ছাড়াও ছিলেন সাবেক সতীর্থ জর্ডি আলবাও। তবে এদের পুনর্মিলনীতে জয়ের দেখা পায়নি মায়ামি। প্রাক-মৌসুমের ম্যাচে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি।

প্রস্তুতি ম্যাচ হলেও এদিন পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছে মায়ামি। এল সালভাদরের বিপক্ষে দর্শকদের মূল আকর্ষণই ছিলেন মেসি। আর্জেন্টাইন এই মহাতারকার পায়ে বল যেতেই যে উল্লাসে ফেটে পড়ছিলেন দর্শকেরা। বিশেষ ম্যাচের শুরুর দুই মিনিটে দুবার বল স্পর্শ করেন মেসি, তাতেই হর্ষধ্বনিতে গ্যালারি মাতিয়েছেন উপস্থিত দর্শকেরা। ম্যাচের ৫ মিনিটের মাথায় একটি ফ্রি-কিক পেয়ে যান মেসি। এরপর ৩৬ মিনিটে গোলবারে দুটি শট নেন মেসি। তবে শট দুটি সেভ করেছেন এলসালভেদরের গোলরক্ষক।

যদিও মেসি ছিলেন কেবল প্রথমার্ধের ৪৫ মিনিট। মেসিসহ চার মূল আকর্ষণ সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবাকে দ্বিতীয়ার্ধের শুরুতে তুলে নেওয়া হয়। ৬৩তম মিনিটে টমাস অ্যাভিলেস, জাস্টিন গ্রেসেল, ডিঅ্যান্ড্রে এডলিন এবং বেঞ্জামিন ক্রেমাশ্চিকেও তুলে নেন কোচ টাটা মার্টিনো।

ইন্টার মায়ামির পরের ম্যাচ আগামী ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ ক্লাবের দল ডালাসের বিপক্ষে।

Facebook Comments Box

Posted ১২:৫১ পিএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।