বিশ্ব ডেস্ক | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 44 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক মহাসড়কে জরুরি অবতরণ করেছে যাত্রীবাহী বিমান। দুর্ঘটনা এড়াতে সড়কের গাড়ি দাঁড় করিয়ে বিমানটিকে অবতরণ করানো হয়।
শনিবার (২০ জানুয়ারি) ‘সাউদার্ন এয়ারওয়েজ এক্সপ্রেস ফ্লাইট ২৪৬’ হিসেবে একে চিহ্নিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
সাতজন আরোহী নিয়ে বিমানটি ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যাঙ্কাস্টার পেনসিলভানিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের ৩৫ মিনিটের মাথায় ভার্জিনিয়ার লাউডাউন কাউন্টির মহাসড়কে জরুরি অবতরণ করে।
কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করলেও জরুরি অবতরণের নির্দিষ্ট কারণ জানায়নি কর্তৃপক্ষ।
Posted ১:২৪ পিএম | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।