শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ব্রাজিলে অগ্নিকাণ্ডে নিহত ১০

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   18 বার পঠিত

ব্রাজিলে অগ্নিকাণ্ডে নিহত ১০

ব্রাজিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় পোর্তো অ্যালেগ্রে শহরে একটি অকেজো হোটেল অস্থায়ীভাবে গৃহহীনদের আশ্রয়ের জন্য ব্যবহৃত হচ্ছিল। সেখানেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের কর্মীরা। রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, ওই ভবনে যথাযথ অনুমোদন ছাড়াই কার্যক্রম চলছিল।

একটি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করে যাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এছাড়া কিভাবে সেখানে আগুন লাগলো সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইতে বলেন, স্থানীয় সময় মধ্যরাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে দমকলের পাঁচটি ট্রাক এবং ডজনখানের দমকল কর্মী ঘটনাস্থলে ছুটে গেছেন। তিনি বলেন, আমরা এই ট্র্যাজেডির কারণ অনুসন্ধানে কাজ চালিয়ে যাব। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, তিনতলা ভবনটিতে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box

Posted ৮:০৩ এএম | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।