নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 96 বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ‘পলিটিক্যাল ব্লক’ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে হলের ১ম ব্লকের ২য় তলার ২০৮ নম্বর কক্ষ ও তৃতীয় তলার আরও কয়েকটি কক্ষ থেকে এই অস্ত্র উদ্ধার করেন তারা।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার কাছে এই অস্ত্রগুলো হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল থেকে কিছু শিক্ষার্থী শহীদ হবিবুর রহমান হলে প্রবেশ করেন। আন্দোলনকারীরা হলটির ‘পলিটিক্যাল ব্লক’র (১ম ব্লক) ২য় তলার ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভেঙে ভেতরে প্রবেশ করে পাঁচটির বেশি রামদা উদ্ধার করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন কক্ষের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি কিছু জিনিসপত্র ভবনের নিচে ফেলে দেন।
অস্ত্রগুলো হস্তান্তরকালে আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, আমাদের শিক্ষার্থীদের যেন কোনও আঘাত না আসে আমরা সবসময় সতর্ক ছিলাম। তবে যে অস্ত্রের বিষয়টা এলো, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কখনও চাই না। আজকে যে অস্ত্রগুলো পাওয়া গেছে আমরা সেগুলো পুলিশের কাছে দিয়ে দেবো।
এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষ ভাঙচুর করে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
Posted ১০:০৮ এএম | বুধবার, ১৭ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।