| রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
রাজধানীসহ সারা দেশে চতুর্থ দফায় ডাকা বিএনপি ও জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে এ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।
তবে নতুন করে চতুর্থ দফায় এ কর্মসূচি শুরুর আগে শনিবার (১১ নভেম্বর) রাত থেকেই রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান, আগারগাঁও, যাত্রাবাড়ী, মিরপুর থানা এবং শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে সাতটি বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা। তবে যাত্রাবাড়ীর বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
Posted ৩:৩৭ এএম | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।