| বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 45 বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠক শেষে ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইল ফোনেও মেসেজ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অ্যাকাডেমিক সনদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Posted ৫:৫৯ এএম | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।