| শনিবার, ২২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বউ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের মো. শাহজাহানের ছেলে আবু বক্কর (১৯), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৮) এবং খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া (২৩)। তাঁরা একই মোটরসাইকেলে আরোহী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন জুলহাস মিয়া (২০) ও রায়হান মিয়া (১৮), অপর একজনের নাম জানা যায়নি। আহত তিনজন অপর মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁদের বাড়ি কলমাকান্দারই বিভিন্ন গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে ঈদের দিন ঘোরাঘুরি করতে একটি মোটরসাইকেলে করে আবু বক্করসহ তিন বন্ধু সীমান্ত এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের আরোহী ছিলেন জুলহাসসহ তিনজন। ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে আবু বক্কর ও মাসুদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য চারজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জয়ত্রী দেবনাথ সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Posted ২:১১ পিএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।