নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 99 বার পঠিত
কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার পর ওই সংঘর্ষে ইটপাটকেল ও লাঠির আঘাতে পথচারী,ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা আহত হন।
আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
আহতরা হলেন– সাব্বির (২৪), হাবিব (২৪) জাহিদ (২৫), ইয়াছমিন (৩২) হাসান (২৭) মিরাজ (২৮) আরিফ (২১) লাভলু (৪৫) উসমান (৩২) হৃদয় (২১) মৃদুল (২৩) মো. নাহিদ (১৮)।
Posted ২:১৬ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।