রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   95 বার পঠিত

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ শ্রমিকের

নরসিংদীর রায়পুরা উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ জানান।

নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)।

আহতরা হলেন- রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের জুয়েল (২৬), আহাদ মিয়া (৪১) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার কায়েস (৩০)।

ওসি সাফায়াত বলেন, দুপুরে ঠিকাদার সুজন মিয়ার অধীনে কর্মরত সাতজনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত গাছের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিলেন।

“খুঁটি স্থাপন শেষে বিদ্যুতের লাইন চালু করা হয়। তখন ঘটনাস্থলে থাকা আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন।”

সাফায়াত বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রায়পুরা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, “খবর পেয়েছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের দুইজন লোক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে বলা যাবে।”

এ ব্যাপারে ঠিকাদার সুজন মিয়ার মোবাইলে বারবার ফোনে করা হলে তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box

Posted ৫:৩৯ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।