বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দলের মধ্যে কোনো গ্রুপিং চলবে না, এক মঞ্চে নির্যাতিত কামাল-নয়ন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

দলের মধ্যে কোনো গ্রুপিং চলবে না, এক মঞ্চে নির্যাতিত কামাল-নয়ন

দলের মধ্যে কোনো গ্রুপিং চলবে না, যদি কেউ গ্রুপিং করতে চায় তাহলে তাদের পরিণতি এরশাদ এবং হাসিনার মত হবে বলে মন্তব্য করেছেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি কারা নির্যাতিত কাজী সালিমুল হক কামাল এবং গুলিখায়া সেই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়ন। 

দুই নির্যাতিত নেতা মাগুরার শালিখা উপজেলা বিএনপির আয়োজিত এক মঞ্চে উঠে মাগুরায় বিএনপির ঐক্য গড়ে তোলার ঘোষণা দেন।

সোমবার বিকালে শালিখা আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় এমন মন্তব্য করেন তারা। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ জনসভায় হাজার-হাজার নেতাকর্মী যোগ দেন।  

চ্যালেঞ্জমুখী নির্বাচনে বিএনপির জয়ী হতে হলে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।  সবাইকে এসব দফা বাস্তবায়নে দলীয় কোন্দল ভুলে বিএনপির ভোটার বাড়াতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। 

কাজী সালিমুল হক কামাল জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে শালিখায় প্রচার করেন। প্রতিটি দফা বাস্তবায়নে সব গ্রাম, ওয়ার্ড, ইউনিয়নের প্রত্যন্ত এলাকার জনসাধারণের মাঝে অবহিত করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 

তিনি বলেন, বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মামলা দিয়ে গণতন্ত্র হত্যার ধংসযজ্ঞে লিপ্ত ছিল। ফ্যাসিস্ট সরকার কোনো ভাবেই সাধারণ জনতাকে দাবিয়ে রাখতে পারেনি।  জনগণই প্রতিবাদ ও দুর্বার  আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে প্রমাণ করেছে। 

প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিন যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, আগামী নির্বাচন ভারত কোঠায় কাজ হবে না। ভোট হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠার ভোট হবে। 

জনসভায় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন- মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আক্তার হোসেন, ফারুকুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:৪২ এএম | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।