নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদেই তাদের এ কর্মসূচি।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকেই হলটির শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
এসময় তাদের ‘ভিসি কেন কবরে, নিরাপত্তা কে দিবে’, ‘বিচার চাই বিচার চাই, হামলার বিচার চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার বোনের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলছেন, সোমবার ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ বহিরাগতদের এনে শিক্ষার্থীদের ওপর হামলায়, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই জবাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এখানে এসে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।
এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে এ নিয়ে মোট ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা : রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছেন।
প্রথমে মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারী তার নাম পরিচয় বলতে পারেননি।
এরপর সন্ধ্যায় আরও এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি; বয়স আনুমানিক ২৫।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, সংঘর্ষে আহত হওয়ার পর তাকে প্রথমে পপুলার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৫:২২ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।