বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জুলাই অভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম কেন, কারা থাকছে নেতৃত্বে, কী চায় তারা?

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   214 বার পঠিত

জুলাই অভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম কেন, কারা থাকছে নেতৃত্বে, কী চায় তারা?

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্ল্যাটফর্মটি আগামী জুলাই মাস নাগাদ আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
রোববার (১৬ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জুলাই অভ্যুত্থানের সংগঠক আলী আহসান জুনায়েদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

ছাত্র নেতৃত্বের নতুন দল এনসিপি গঠনের প্রক্রিয়াতেই দুটি অংশের বিভাজন দৃশ্যমান হয়। সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা অংশ আরেকটি রাজনৈতিক সংগঠন কেন করছেন -এমন অনেক প্রশ্নে নতুন আলোচনা চলছে রাজনীতিতে।
আলী আহসান জুনায়েদ বিবিসিকে বলেন, জুলাইয়ের চেতনাকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে কাজ করবে তাদের নতুন সংগঠন।
নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষের পাশাপাশি বেসরিকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরাও সংগঠনটিতে যুক্ত থাকবেন বলে উল্লেখ করেন আলী আহসান জুনায়েদ ।
তবে অতীতে শিবিরসংশ্লিষ্টতার কারণে আত্মপ্রকাশের আগেই নানা ধরনের প্রশ্ন উঠছে নতুন সংগঠন তৈরির উদ্দেশ্য ও এর নেতৃত্ব নিয়ে। অনেকেই বলেছেন, শিবিরের ট্যাগ থাকায় ছাত্র নেতৃত্বের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে জায়গা না পাওয়ার কারণেই গড়ছেন এই প্ল্যাটফর্ম; যেখানে থাকতে পারে ধর্মের প্রাধান্য।
একইসঙ্গে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামপন্থীদের উত্থানের যে প্রবণতা দেখা গেছে, তা এই সংগঠনের মধ্য দিয়ে আরও শক্তিশালী হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।
তবে নতুন আরেকটি রাজনৈতিক সংগঠন তৈরির উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে প্ল্যাটফর্মটিকে ‘জামায়াতের বি-টিম’ হবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।
নতুন সংগঠন তৈরির উদ্যোগ নিয়ে যা জানা যাচ্ছে
জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতেই নতুন রাজনৈতিক সংগঠনের আবির্ভাব হতে যাচ্ছে বলে দাবি করেন এর উদ্যোক্তারা ।
এই উদ্যোগের প্রধান আলী আহসান জুনায়েদ বলছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বা চেতনা সামগ্রিকভাবে ক্ষীণ বা দুর্বল হয়ে যাবার কারণে নতুন এই প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়েছেন তারা।
তিনি আরও বলেন, অনেকের ফোকাস পয়েন্ট ১০টা হয়ে যাচ্ছে। অর্থাৎ জুলাইয়ের দাবিগুলোও তাদের ফোকাস পয়েন্ট আছে, আরও ৯টা ফোকাস পয়েন্টও আছে। কিন্তু একেবারেই জুলাইয়ের দাবিগুলোকে ফোকাস রেখেই কাজ করবে এমন কোনো প্ল্যাটফর্মকে সিংগুলারলি (এককভাবে) আমরা দেখছি না।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের পর সামাজিক ও রাজনৈতিক সংগঠন হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় নাগরিক কমিটির বড় একটি অংশই নতুন রাজনৈতিক দল জাতীয় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গেলেও, তাতে যোগ দেননি ওই নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।
শিবিরসংশ্লিষ্টতার কারণেই নতুন দলের শীর্ষ পদ নিয়ে দ্বন্দ্ব এবং পরে দলটিতে যোগ দেননি বলেও শোনা গেছে। তাকে জাতীয় নাগরিক কমিটি থেকেও বেরিয়ে আসতে হয়।
একই কথা শোনা গেছে জুনায়েদ ছাড়াও রাফে সালমান রিফাত এবং আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহকে নিয়েও, যদিও তাদের কেউই বিষয়টি শিকার করেননি।
এনিয়ে রিফাত বলেন, পদ-পদবির কথা সত্য না। অনেক বিষয় নিয়ে সোচ্চার থেকেও কাঙ্ক্ষিত প্রতিফলন পাই নাই, তখন মনে হয়েছে পার্টিতে না গিয়ে অবজার্ভ করি। পার্টিতে যাওয়ার রাস্তা এখনো যে খোলা না, তেমনটাও না।
এদিকে নতুন দল ঘোষণার দুই সপ্তাহ পরেই ঘোষণা এলো নতুন আরেকটি সংগঠনের। নতুন সংগঠনে থাকবেন রিফাত এবং হিযবুল্লাহও।
ফলে এই সংগঠনটি নতুন রাজনৈতিক দলেরই বিকল্প হিসেবে সামনে আসছে কিনা, উঠছে এমন প্রশ্নও। তবে এমন বক্তব্য মানতে রাজি নন আলী আহসান জুনায়েদসহ অন্যরা।
তবে নতুন দল ঘোষণার পর জাতীয় নাগরিক কমিটি কার্যত নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় রাজনীতির মাঠে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণের চিন্তা থেকেই নতুন প্ল্যাটফর্ম করার কথা ভাবা হচ্ছে বলে দাবি করেন রাফে সালমান রিফাত। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জাতীয় নাগরিক কমিটির অর্গানোগ্রাম বিলুপ্ত করার আগে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব পদেও ছিলেন তিনি।
আলী আহসান জুনায়েদ বলছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধগুলোর বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের দাবি বাস্তবায়ন, আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং জুলাই আন্দোলনের শহিদ এবং আহতদের স্বীকৃতি এবং সম্মান নিশ্চিত করার মতো বিষয়গুলোকে কেন্দ্রে রেখেই নতুন সংগঠন কাজ করবে।

Facebook Comments Box

Posted ৯:১১ এএম | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(174 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।