নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 100 বার পঠিত
কুমিল্লায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনায় ঘটে বলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নামজুল হাসান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার নামজুল বলেন, “বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা মিছিল নিয়ে অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এক পর্যায়ে সদর দক্ষিণ মডেল পুলিশের ব্যবহৃত গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়।
“এছাড়া সাধারণ এক পথচারীর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ সদস্যরা পিছু হেঁটে কুমিল্লা শহরের প্রবেশ মুখে অবস্থান নেন। আন্দোলনকারীরা মহাসড়ক অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। “
নাজমুল বলেন, “আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ধৈর্য পরিচয় দিয়েছি। আমরা ঘটনাটি দেখছি।“
তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিকাল পৌনে পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে রাখতে দেখা গেছে। এতে মহাসড়কের ঢাকা এবং চট্টগ্রাম লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
Posted ২:৩৭ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।