শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কাল থেকে মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭.১০টায়

  |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   26 বার পঠিত

কাল থেকে মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭.১০টায়

আগামীকাল বুধবার (৮ নভেম্বর) থেকে সকাল ৭টা ১০ মিনিটে ও ৭টা ২০ মিনিটে দুটি অতিরিক্ত ট্রেন পরিচালনা করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শিক্ষার্থী ও চাকরিজীবীদের যাতায়াতের সুবিধার জন্য উত্তরা স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত এ দুটি ট্রিপ পরিচালনা করা হবে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল এর এমআরটি লাইন-৬ উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে ছুটির দিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭.১০ মিনিটের এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এই দুটি ট্রেনে শুধু এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

গত ৪ আগস্ট উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। শুরুতে উত্তরা-মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৪ ঘণ্টা ট্রেন চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে থামছে ট্রেন। আগারগাঁও থেকে ছেড়ে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে এখন ট্রেন থামছে। এই পথে বাদবাকি বিজয় সরণি, কারওয়ানবাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দ্রুত সময়ের মধ্যে চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ৩:৩৯ পিএম | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।