মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কত বেতন পান জো বাইডেন, আয়কর দেন কত

  |   বুধবার, ১৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   8 বার পঠিত

কত বেতন পান জো বাইডেন, আয়কর দেন কত

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা-প্রভাব-আভিজাত্যে পরিপূর্ণ তাঁর জীবন। তিনিও রাষ্ট্রের কাছ থেকে বেতন নেন। প্রশ্ন হলো, কত বেতন পান বাইডেন? আয়কর দেন কত? এসব প্রশ্নের উত্তর মিলেছে বাইডেন দম্পতির আয়কর রিটার্নে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের আয়কর রিটার্ন গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, আগের বছরের তুলনায় ২০২২ সালে বাইডেন দম্পতির আয় কমেছে ৩০ হাজার ডলার। গত বছর জো আর জিল মিলে মোট ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার আয় করেছেন।

আয়কর রিটার্নে দেওয়া তথ্যানুযায়ী, বাইডেন দম্পতির বার্ষিক আয়ের বেশির ভাগ এসেছে প্রেসিডেন্ট হিসেবে পাওয়া জো বাইডেনের বেতন থেকে। বলা হয়েছে, বাইডেন প্রতিবছর চার লাখ ডলার বেতন পান। মার্কিন কংগ্রেস তাঁর এ বেতন নির্ধারণ করে দিয়েছে।

বাইডেন দম্পতি গত বছর তাঁদের আয়ের ২৩ দশমিক ৮ শতাংশ কেন্দ্রীয় সরকারকে আয়কর দিয়েছেন, যার অর্থমূল্য ১ লাখ ৩৭ হাজার ৬৫৮ ডলার। এ ছাড়া নিজ অঙ্গরাজ্য ডেলওয়ারে তাঁরা ২৯ হাজার ২৩ ডলার আয়কর দিয়েছেন। এর মধ্যে জিল বাইডেন আয়কর দিয়েছেন ৩ হাজার ১৩৯ ডলার।

ফার্স্ট লেডি জিল নর্দান ভার্জিনিয়া কমিউনিটি কলেজে শিক্ষকতা করেন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের মধ্যে জিল প্রথম ব্যক্তি, যিনি হোয়াইট হাউসে আসার পরও চাকরি করছেন। কলেজে পড়িয়ে তিনি বছরে ৮২ হাজার ৩৩৫ ডলার বেতন পান।

গত বছর বাইডেন দম্পতি ২০ হাজার ডলারের বেশি দাতব্যকাজে দান করেছেন। এর মধ্যে বাউ বাইডেন ফাউন্ডেশনে পাঁচ হাজার ডলার দান করেছেন জো ও জিল বাইডেন। বাউ বাইডেন দম্পতির ছেলে। ক্যানসারে ভুগে ২০১৫ সালে মারা গেছেন বাউ।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, স্বচ্ছতা বজায় রাখার জন্য জো বাইডেন ২৫ বছরের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ফাঁকি নিয়ে আলোচনা-সমালোচনার পর বাইডেনের এমন উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডাউ এমহফ গত বছর ৪ লাখ ৫৬ হাজার ৯১৮ ডলার আয় করেছেন। তাঁদের আয়কর রিটার্নে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁরা কেন্দ্রীয় সরকারকে ৯৩ হাজার ৫৭০ ডলার আয়কর দিয়েছেন। আর নিজ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় আয়কর দিয়েছেন ১৭ হাজার ৬১২ ডলার।

Facebook Comments Box

Posted ৫:২১ এএম | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।