| বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
আগামী রবি ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামীকাল শুক্রবার সকাল ৬টায় বিএনপির ডাকা ষষ্ঠ দফার দুই দিনের অবরোধ শেষ হবে। এর আগেই নতুন অবরোধের ঘোষণা এল।
রিজভী বলেন, বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।
এদিকে বিএনপির পাশাপাশি আগামী ২৬ ও ২৭ নভেম্বর ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
রিজভী তাঁর বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশজুড়ে বিএনপি, সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলোর নেতা-কর্মীদের ওপর নিপীড়ন চলছে। তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে নির্বিচারে। বিভিন্ন জায়গায় শাসক দলের পক্ষ থেকে বাসে আগুন দেওয়া হচ্ছে। তাদের লোকজনও ধরা পড়ছে। কিন্তু তাঁদের ছেড়ে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ধরে এনে দোষী প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এভাবে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।
এছাড়া ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার ৪১০, ১৭ মামলায় আসামি ১৯২০ এবং ১০০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
Posted ১২:০৭ পিএম | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।