শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আজ সকাল-সন্ধ্যা সারা দেশে বিএনপির অবরোধ চলছে

  |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   33 বার পঠিত

আজ  সকাল-সন্ধ্যা সারা দেশে বিএনপির অবরোধ চলছে

সরকার পতনের একদফা দাবিতে আবারও রাজধানীসহ সারাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যার ফলে, আজ সকাল থেকে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে।

রোববার ২৪ ডিসেম্বর ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে গতকাল শনিবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।
উল্লেখ্য, ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ গতকাল শেষ হয়েছে।
গতকাল সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুমিল্লাসহ সারা দেশে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২০ জনের অধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
Facebook Comments Box
বিষয় :

Posted ৪:২১ এএম | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।