শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অস্ত্র-অ্যামুনেশন থানায় হস্তান্তর, আরও কিছু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

অস্ত্র-অ্যামুনেশন থানায় হস্তান্তর, আরও কিছু উদ্ধার

শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের থানাগুলোতে ব্যাপক ভাঙচুর, লুটপাট অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এসময় পুলিশের অনেক অস্ত্র এবং গোলাবারুদ লুট করে নিয়ে যায়। কিছু উদ্ধার করে নিজ হেফাজতে রাখে বাংলাদেশ সেনাবাহিনী। যারমধ্যে আজ থানায় কিছু অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হলো। এদিকে রাতে পুলিশ সদর দফতর জানিয়েছে আজও বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) পুলিশ সদস্যদের থানায় ফেলে যাওয়া এবং সাধারণ জনগণের হাতে যাওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পর সেগুলো পুনরায় সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরইমধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যগণ স্ব স্ব কর্মস্থলে যোগদান করায় বাংলাদেশ সেনাবাহিনীর-৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড থেকে জানানো হয়েছে, সংরক্ষিত ৫৪৯টি বিভিন্ন প্রকার অস্ত্র, ৩৭৯৫ রাউন্ড অ্যামুনেশন এবং অন্যান্য দ্রব্যাদি নিকটস্থ মোহাম্মদপুর থানায় জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ০৫ আগস্ট দেশের উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অস্ত্র এবং গোলাবারুদ রেখে কর্তব্যস্থল ত্যাগ করায়, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখিত দিন হতে থানা সমূহের অস্ত্র এবং গোলাবারুদ নিজস্ব হেফাজতে নেয়। পাশাপাশি ছাত্র ও জনতা অরক্ষিত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়। পরবর্তীতে উদ্ধারকৃত ওই সকল অস্ত্র গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাতে পুলিশ সদর দফতর জানিয়েছে,  বিভিন্ন ধরনের অস্ত্র ৭৪৮টি, গুলি- ২০১৯৫ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ১৪৭২ এবং সাউন্ড গ্রেনেড ৭০টি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন অবৈধ অস্ত্র থানায় জমা দিতে ৭ দিন সময় বেঁধে দেন। তা না হলে আইনি পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

সাখাওয়াত বলেন, যাদের হাতে আন-অথরাইজ ওয়েপন বা আগ্নেয়াস্ত্র আছে, আগামী ৭ দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন, তাদের বিরুদ্ধে দুটি চার্জ লাগবে। দুটি মামলার মধ্যে একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা, অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে।

কেউ যদি নিজে থেকে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসব অস্ত্র জমা দিতে না পারেন, তাহলে অন্যের মাধ্যমে তা ফেরত দেয়ার সুযোগও সরকার খোলা রেখেছে। এসব নির্দেশনা আমলে না নিলে অস্ত্র উদ্ধারে মাঠে নামা হবে বলেও জানান তিনি।

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুষ্কৃতকারীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। তখন তারা অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

Facebook Comments Box

Posted ৪:৫৫ পিএম | রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।