নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
দীর্ঘ ১৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের তারকাদম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনী কন্যা এষা দেওল। গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘তুমকো মেরি কসম’।
সিনেমাটির প্রচারে গত মাস দুয়েক বেশ ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। পর্দায় প্রত্যাবর্তনের এই সময়ে তাকে মুখোমুখি হতে হয়েছে নানান প্রশ্নের। বাদ যায়নি তার প্রেম নিয়ে গুঞ্জনের কথাও। একসময় মনে করা হতো নায়ক অজয় দেবগনের সঙ্গে গভীর প্রেম ছিল এষার। কিন্তু সেটা নিয়ে অভিনেত্রী কখনোই কোনো মন্তব্য করেননি। কিন্তু ১৪ বছর পর পর্দায় ফিরে এবার প্রেম নিয়ে গুজব প্রসঙ্গে মুখ খুললেন এষা।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার নাম অনেক কো-স্টারদের সঙ্গে জড়িয়েছিল। এই সব খবরের মধ্যে যেমন কিছু সত্যি ছিল, তেমন কিছু গুজবও ছিল। অজয়ও তেমন একটা নাম। আমাদের একসঙ্গে দেখলেই বলা হত আমরা ডেট করছি। আমি কিন্তু অজয়কে খুব শ্রদ্ধা করি। আমাদের মধ্যে একটা ভীষণ সুন্দর সম্পর্ক ছিল।’
তিনি বলেন, ‘এই গুজব রটার পেছনে একটা বড় কারন হলো, আমরা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা করছিলাম একসঙ্গে। এই একটা কারণেই আমাদের নিয়ে গল্প তৈরি করত মানুষ।’
অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে মা হেমা মালিনীর কথাও অগ্রাহ্য করেছেন এষা। মা তাকে স্বাধীনচেতা হওয়ার জন্য এবং জীবনে প্রেমে পড়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি সেটা মানেননি।
Posted ৫:৩৮ পিএম | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।