রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হাওরের বুকে হাজার হাজার গাড়ি

  |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

হাওরের বুকে হাজার হাজার গাড়ি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সফর করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকে ঘিরে হাওরের বুক চিরে প্রবেশ করেছে হাজার হাজার গাড়ি। যা হাওরবাসী স্বপ্নেও ভাবেনি, তাই হয়েছে হাওরের পথে। এই প্রথম এমন দৃশ্য দেখে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে হাওরবাসীর মনে।

সোমবার রাত থেকে সকাল পর্যন্ত কয়েক হাজার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ও মোটরসাইকেল চড়ে লাখো মানুষ প্রধানমন্ত্রীর সভাস্থলে উপস্থিত হয়েছেন।

এ সফর ঘিরে হাওরের বুক চিরে প্রবেশ করেছে হাজার হাজার গাড়ি, যা হাওরবাসী স্বপ্নেও ভাবেনি, তাই হয়েছে হাওরের পথে। এই প্রথম এমন দৃশ্য দেখে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে হাওরবাসীর মনে।

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা দলে দলে মিঠামইন হ্যালিপেডে সভাস্থলে যোগ দিচ্ছেন।

প্রধানমন্ত্রী সফর উপলক্ষ্যে বিভিন্ন স্লোগানে মুখোরিত হাওরের চারপাশ। ব্যানার, ফেস্টুন, পোস্টার আর নানা রঙের পোশাকে উচ্ছ্বসিত হাওরবাসী ভোর থেকেই যাত্রা শুরু করেন মঞ্চের দিকে।

মঙ্গলবার সাড়ে ১০টায় মিঠামইন আবদুল হামিদ সেনানিবাসে হেলিকপ্টারযোগে আসবেন। পরে নবনির্মিত সেনানিবাস উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুরের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় মিঠামইন হ্যালিপেডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

Facebook Comments Box

Posted ৫:৫৭ এএম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(160 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।