| বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 105 বার পঠিত
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে বাস উল্টে ৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞজগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রীবাহী বাসটি ওই এলাকায় এসে দুর্ঘটনায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করতে হাইওয়ে ও বাহুবল থানা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। আহত ২০ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
Posted ৩:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।