মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

  |   রবিবার, ০৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   159 বার পঠিত

সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে তিনতলা ভবনের একাংশ। এই বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বিস্ফোরণে আহতদেরকে স্থানীয় পপুলার হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৩ জন মারা যান। নিহতরা হলেন শফিকুজ্জামান (৪৪), আব্দুল মান্নান (৬৪) ও মো: তুষার (২৪)।

এছাড়া, এই দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ৩০-৩৫ জনকে। সেই সাথে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন আরও ২০ জন। ৬ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- নূরনবী (২৩), আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জহুর আলী। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। তিনি জানিয়েছেন, জহুর আলী শরীরের ৪৪ শতাংশ, আশা আক্তারের শরীরে ৩০ শতাংশ, আকবর আলীর শরীরে ৩৭ শতাংশ, হাফিজুর রহমানের শরীরে ৮ শতাংশ এবং আশরাফুজ্জামানের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

জানা গেছে, রোববার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার ফাইটারদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিস্ফোরণের পরই ভবনের একাংশ ধসে পড়ায় আহত হন পথচারীসহ বেশ কয়েকজন। ভবনের ইট ও ভারী পদার্থ ফুটপাথ আর সড়কে ছিটকে পড়ে। আশপাশের এলাকা বেশ কয়েক মিনিট ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন জাকির হোসেন, মেহেদী হাসান, তাজউদ্দিন, কবির, রাবেয়া খাতুন, নুরুন্নবী ও কামাল। বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

Facebook Comments Box

Posted ১২:৫০ পিএম | রবিবার, ০৫ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(182 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।