| মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণে উপরের কয়েক তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় এখন পর্যন্ত ১৫জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মরদেহগুলো ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অন্তত ৫০ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক ১৫ জনের মরদেহ মর্গে রাখার কথা নিশ্চিত করেছেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
বিস্ফোরণের কারন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
Posted ১২:৫৫ পিএম | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।