রবিবার ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রমজানে মক্কা-মদিনা পরিদর্শন করেছেন প্রায় ১২ কোটি ২৩ লাখ মুসল্লি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   231 বার পঠিত

রমজানে মক্কা-মদিনা পরিদর্শন করেছেন প্রায় ১২ কোটি ২৩ লাখ মুসল্লি

মক্কার মসজিদে নববী এবং মসজিদে নববীতে মোট ১২ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৭১২ জন দর্শনার্থী এসেছেন বলে জানিয়েছেন জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অফ দ্য গ্র্যান্ড মসজিদ অ্যান্ড দ্য গ্র্যান্ড মসজিদের সিইও ইঞ্জিনিয়ার গাজী আল-শাহরানি।
আল-শাহরানি জানিয়েছেন, ১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ২৪১ জন ওমরাহ পালন করেছেন, ৯ কোটি ২১ লাখ ৩২ হাজার ১৬৯ জন মুসল্লি মক্কার মসজিদে নববীতে সমবেত হয়েছেন এবং ৩০ কোটি ১৫৪ লাখ ৫৪৩ জন মুসল্লি মদিনার মসজিদে নববীতে সমবেত হয়েছেন।

ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল-শাহরানি দুই পবিত্র মসজিদের খাদেম, যুবরাজ বাদশাহ সালমান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আল্লাহর মেহমানদের সেবায় অবদান রাখা সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের প্রচেষ্টার প্রতিফল কামনা করেছেন।
এর আগে পবিত্র মক্কা নগরীতে ২৯ রমজান রাতে শুক্রবার (২৮ মার্চ) কুরআন খতম (খতমুল কুরআন) নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এদিন মক্কার গ্র্যান্ড মসজিদ নামে খ্যাত মসজিদুল হারামে একত্রে ৪১ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী নামাজ আদায় করেছেন।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানান, শুক্রবার রাতে ৩৪ লাখেরও বেশি মুসল্লি এশা এবং তারাবিহ নামাজের জন্য সমবেত হয়েছেন। এ ছাড়া, তখন ছয় লাখ ৪৬ হাজার ৬০০ জনেরও বেশি ওমরাহ পালন করেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে প্রায় ২৮ হাজার ২০০ জন মুসল্লি ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা পেয়েছেন। এ ছাড়া এক লাখ ৩৫ হাজার ৬০০ জন অবস্থান নির্দেশক (লোকেশন গাইডেন্স) সেবা গ্রহণ করেন। পাশাপাশি ৪২ হাজারের বেশি জমজমের পানিভর্তি বোতল ও সাত লাখ দুই হাজার রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।
পবিত্র মক্কায় ২৯ রমজান রাতে খতমে তারাবিহতে অংশ নিতে মুসল্লিরা পবিত্র মসজিদুল হারামে ভোর থেকেই দলে দলে আসতে শুরু করেন। দ্রুতই মসজিদের প্রতিটি করিডর, এর প্রাঙ্গণ ও মাতাফসহ প্রতিটি তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
লাইলাতুল কদরের পবিত্র রাতটি পাবার আশায় শান্ত ও নিষ্ঠার সঙ্গে হজযাত্রী এবং মুসল্লিরা প্রশান্তিতে আধ্যাত্মিক পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।
মুসল্লিরা যেন নিরাপদে এবং আরামে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করতে পারে সেজন্য দেশটির কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

Facebook Comments Box

Posted ৭:১৩ এএম | রবিবার, ৩০ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।