| সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 14 বার পঠিত
পদায়নে মানা হয়নি প্রচলিত নিয়মনীতি। উপেক্ষা করা হয়েছে উচ্চ আদালতের নির্দেশনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় বিষয়টি উত্থাপনের পর এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।
কমিটির পক্ষ থেকে পদোন্নতির বিতর্কিত আদেশ বাতিল, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শূন্যপদে পদোন্নতির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কমিটির সভায় এসব ইস্যুতে আলোচনা ও ক্ষোভের ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুর্ণকারী অধিদপ্তরের সাবেক উপপরিচালক (প্রশাসন) মোখলেসুর রহমানের অপরাধ এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয় কর্তৃক শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ১১৫ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে অবৈধ চলতি দায়িত্বাদেশ বাতিল করে জ্যৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির দেওয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটি সূত্র জানায়, বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে আলোচনা হয়। সেখানে সাবেক উপপরিচালক (প্রশাসন) মোখলেছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হয়। বলা হয়, ওই কর্মকর্তা দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশনা মানেননি। নিয়মনীতি লঙ্ঘন করে ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তাদের কয়েকজন চাকরিতে জুনিয়রই নন, তাদের পদোন্নতি পাওয়ার মতো কোনো দক্ষতা নেই। মহাপরিচালক মো. আজাহারুল ইসলাম খান ওই আদেশে স্বাক্ষর করলেও এই অনিয়মের মূল হোতা মোখলেছু রহমান। ওই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় মামলা থাকলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
Posted ২:০২ এএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।