| শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 128 বার পঠিত
রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ জোরদার হয়েছে। এ অবস্থায় ইউক্রেনের জন্য আরও ৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে হোয়াইট হাউজ। ইউক্রেনের জন্য এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে ৩৭ হাজার কামানের গোলা।
গত বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তার অনুমোদন করা হয়। এই সহায়তার মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম প্রদান, সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কামানের গোলাগুলো এক হাজার নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই প্যাকেজে প্রতিরক্ষা রাডারসহ অন্য যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামও দেওয়া হবে ইউক্রেনকে। পেন্টাগন জানায়, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেটের জন্য আরও গোলাবারুদ দেওয়া হচ্ছে।
Posted ৫:৫৮ পিএম | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।